স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ এর কাজ শুরু করছেন আমির

বহু বছর ধরেই মহাভারতের বিষয় নিয়ে ছবি করতে চান আমির। এটি হবে তাঁর স্বপ্নের কাজ। বহু বছর আগেই আমির সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, বড়পর্দায় ‘মহাভারত’-এর বিষয় নিয়ে ছবি করতে চান। এই ছবি করতে পারলে তিনি মনে করবেন তাঁর স্বপ্ন সফল হয়েছে। এরপরেই একাধিকবার ‘মি. পারফেকশনিস্ট’ জানিয়েছিলেন, এই ছবি করতে পারলে তিনি মনে করবেন তাঁর স্বপ্ন সফল হয়েছে। এবার সেই ছবির প্রসঙ্গ নিজে থেকেই তুললেন আমির। এবং জানালেন মহাভারত নিয়ে ছবি তিনি বানাবেন-ই, সেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন।

আমিরের ভাষ্যমতে, আর জল্পনা নয়, এবার মহাভারতকে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন তিনি। বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ধকলেই আছেন।

সবমিলিয়ে ক্যারিয়ারে বাজে সময় পার করছেন আমির খান।

সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে বড় খবর দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, ‘আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?’

অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই শক্তিশালী চরিত্র নিয়ে দ্বন্দ্বে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গেছে যে, আমির খানের মহাভারতে একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলাসা করেননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তার ইঙ্গিত দিলেন জনসমক্ষেই।

তবে আমিরের এই মহাভারত কি তার নিজের প্রযোজনায় হতে যাচ্ছে নাকি এটি এস এস রাজামৌলির মেগা প্রজেক্ট, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাহুবলী নির্মাতা নিজের আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে মহাভারতকে রেখেছেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম বিশাল প্রজেক্ট হতে যাচ্ছে। আমির খান কি সেখানেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন? নাকি মহাভারতকে নিজস্ব আঙ্গিকে হাজির করতে চান মিস্টার পারফেকশনিস্ট! সেই উত্তরের জন্য দীর্ঘ অপেক্ষাই করতে হবে সিনেমাপ্রেমীদের।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্ত্রীর পর্নোগ্রাফি দেখা দোষের নয়! বিবাহবিচ্ছেদের মামলায় মাদ্রাজ হাই কোর্টের রায় Mar 21, 2025
img
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক Mar 21, 2025
img
সালমানের ‘রক্ষাকবচে’র জন্য ভুগতে হয়েছে গোটা টিমকে! Mar 21, 2025
img
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: জামায়েত আমির Mar 21, 2025
img
কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেফতার Mar 21, 2025
img
রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা Mar 21, 2025
আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যা জানালেন জামায়াত আমির Mar 21, 2025
img
ফের ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিক, হৃদয়ের ফিফটিতে দুইশ পার Mar 21, 2025
সংবিধান সংস্কার কি হচ্ছে যা বলছেন আলী রিয়াজ Mar 21, 2025
আসছে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, গোপন বৈঠকের তথ্য ফাঁস Mar 21, 2025