ফের ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিক, হৃদয়ের ফিফটিতে দুইশ পার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শুক্রবার (২১ মার্চ) থেকে শুরু হয়েছে সপ্তম রাউন্ডের খেলা। তিন ম্যাচের একটি চলছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব লড়ছে। তারকায় ঠাসা মোহামেডান আগে ব্যাট করতে নেমে তেমন ‍সুবিধা করতে পারেনি। ব্যাট হাতে ব্যর্থ তামিম-মুশফিকরা, শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের ফিফটিতে তারা দুইশ (৬ উইকেটে ২১৬) পার করেছে।

এদিন তাদের মোহামেডানের শুরুটাই ছিল ধীরগতির। ওপেনিং জুটিতে ১৪.৪ ওভারে আসে ৪৬ রান। এরপরই অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন ২৬ রান করে। রান পাননি মুশফিকুর রহিমও, অভিজ্ঞ এই ব্যাটার মাত্র ৬ রানে বিদায় নেন। রনি তালুকদার ও মাহিদুল ইসলাম অঙ্কন থিতু হলেও খেলেছেন স্লো ইনিংস। রনি ৪৪ ও অঙ্কন করেন ৩৯ রান। শেষ পর্যন্ত অপরাজিত থাকা হৃদয় সর্বোচ্চ ৫৩ রানে করলে ৫০ ওভারে ২১৬ রান করে মেহামেডান। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক। আগে ব্যাট করতে নেমে শাইনপুকুর সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। তাদের পক্ষে ফারজান আহমেদ সর্বোচ্চ ৩৮ এবং শাহরিয়ার সাকিব করেন ২৯ রান। বিপরীতে প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু এবং শফিকুল ইসলাম।

বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৩৬ ওভারে নেমে এসেছে ম্যাচ। আগে ব্যাট করা গাজী গ্রুপ আবাহনীকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬৮ ও শামসুর রহমান শুভ ৪২ রান করেন। তাদের ৩৫.১ ওভারে অলআউট করার পথে আবাহনীর মুমিনুল হক নেন সর্বোচ্চ ৪ ‍উইকেট।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু করছে অস্ট্রেলিয়া Mar 28, 2025
img
বিক্ষোভের মধ্যেই ইস্তাম্বুলের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত নুরি আসলান Mar 28, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বিরুদ্ধে উয়েফার তদন্ত Mar 27, 2025
img
বিদেশে বিনিয়োগের সুযোগ পেল দেশের স্টার্টআপ কোম্পানি Mar 27, 2025
img
‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’ Mar 27, 2025
img
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার Mar 27, 2025
img
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের গাজা ডিভিশন কমান্ডারের পদত্যাগ Mar 27, 2025
দাবি একটাই আমি ডাইরেক্ট এমপি পদ চাই বললেন হিরো আলম Mar 27, 2025
কবে স্বাধীনতা জাদুঘর চালু হতে পারে? Mar 27, 2025
পোশাক ও টেক্সটাইল কারখানার অনেকগুলোই বাকি রেখেছে বেতন-বোনাস Mar 27, 2025