প্রতিবন্ধিতাকে জয় করে ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন হৃদয়

মায়ের কোলে চড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিল হৃদয় সরকার। তার সংগ্রাম সবার দৃষ্টি কেড়েছে। কারও কারও হয়েছেন অনুপ্রেরণা। এরই মধ্যে তিনি তার স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে গেলেন।  

তার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির হওয়ার। অবশেষে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হৃদয় সুযোগ পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বর তিনি ভর্তি হবেন।

হৃদয় ও তার মাকে নিয়ে এর আগে বহু গণমাধ্যম ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার মা সীমা রানী সরকার বিবিসির ১০০ অনুপ্রেরণাদায়ী মায়ের তালিকায় উঠে আসেন। কারণ তিনি মানসিক জোরে নানা প্রতিকূলতাকে জয় করে পঙ্গু ছেলেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

২১ সেপ্টেম্বর ঢাবির ভর্তি পরীক্ষায় হৃদয়কে কোলে করে নিয়ে যান মা সীমা রানী। সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভর্তি পরীক্ষায় হৃদয় তিন হাজার ৭৪০তম হন ৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হৃদয় প্রতিবন্ধী কোটার মধ্যে পড়েন না। ঢাবিতে শুধু দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটা প্রযোজ্য হবে।

মা-ছেলের এমন লড়াই দেখে সরব হয়ে ওঠে মিডিয়া। এরপর প্রতিবন্ধী কোটার বিধিমালায় সংস্কার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তির সুযোগ তৈরি হয় হৃদয় সরকারের। এই স্বপ্নযাত্রায় দারুণ সাফল্য এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

Share this news on: