এবার ঈদে আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল

দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য বহু মানুষ কয়েকদিন আগে থেকেই যাত্রা শুরু করবেন। যদিও ঈদের এখনও ১০ দিনের মতো বাকি, তবে অনেকেই ঈদযাত্রার সময় আবহাওয়া কেমন থাকবে, তা জানতে আগ্রহী।

এ বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদ হতে পারে। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক'দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে?

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। এর কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।

তিনি আরও জানান, কালবৈশাখীর চরিত্রই এমন। এ সময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।

কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।

এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এই কদিন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও কয়েক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরের রাজারহাটে, ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার Mar 21, 2025
পুলিশ প্লাজার সামনে যা ঘটেছিল Mar 21, 2025
বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন না যাত্রীরা Mar 21, 2025
ভারতে শেখ হাসিনার সাথে তুলসি গ্যাবার্ডের সাক্ষাৎ হয়েছে কি? Mar 21, 2025
যুক্তরাষ্ট্র ইউক্রেইনের জ্বালানি স্থাপনার মালিকানা নিতে চায় কেন? Mar 21, 2025
হামজাকে নিয়ে সতর্ক ভারত কোচ, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন Mar 21, 2025
কোথায় আছেন সেই “সুন্দরীতমা”? Mar 21, 2025
বলিউডের তিন খান ২০২৫ সালে কত টাকা আয় করছেন বিজ্ঞাপন থেকে? Mar 21, 2025
img
গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত ১ Mar 21, 2025
img
হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি Mar 21, 2025