হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি
মোজো ডেস্ক 06:17AM, Mar 21, 2025
হিন্দুধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ সময় হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে আরেক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তাঁরা।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্যে ঢাবি কর্তৃপক্ষের কাছে তিন দফা দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি সুদীপ্ত প্রমাণিক।
দাবিসমূহ হলো :
১) অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারপূর্বক বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কাজের দায়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
২) সংশ্লিষ্ট বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকগণ যেন সাহিত্য বিশ্লেষণের অজুহাতে হিন্দু ধর্মের অপব্যাখ্যা না করেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে (সামাজিক যোগাযোগ মাধ্যমে) দেশের জাতিগত, লৈঙ্গিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে বিদ্রুপ ও উস্কানিমূলক বার্তা (পোস্ট/কমেন্ট) ছড়ানোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।