জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এই ব্যয়ের বিবরণ উপস্থাপন করা হয়।
আন্দোলনে আহত ৪০ জন রোগীর বিদেশে চিকিৎসার খরচ, রোগীদের সঙ্গে থাকা ২৫ জন অ্যাটেনডেন্ট, দোভাষী খরচসহ অন্যান্য খরচ দেখানো হয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা। ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে জানিয়েছে।
এমআর/এসএন