কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষয় কুমার (Akshay Kumar)! গত ছয় বছরে ‘স্কাই ফোর্স’ প্রথম একশো কোটির গণ্ডি পেরিয়েছে। তার আগে একের পর এক সিনেমা ফ্লপ। ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ফ্লপের তালিকা অনেক লম্বা। দেশাত্মবোধক সিনেমা করেও ‘হালে পানি’ পাননি! ‘স্কাই ফোর্স’ যদিও দীর্ঘদিন বাদে আশার আলো দেখিয়েছে। এবার সিনেইন্ডাস্ট্রির ‘গুরুজন’ জয়া বচ্চনই কিনা অক্ষয় কুমারের উদ্দেশে ভরা সভায় তোপ দাগলেন! সম্প্রতি এক অনুষ্ঠানে অক্ষয় অভিনীত সিনেমা ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’-এর নাম নিয়ে বেজায় কটাক্ষ করেছেন জয়া বচ্চন।
২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি। সেসময় বক্স অফিসে সাড়াও ফেলেছিল এই ছবি। কিন্তু এই সিনেমার নাম নিয়ে বেজায় আপত্তি রয়েছে জয়া বচ্চনের। তাঁর মতে, “ছবিটার নাম দেখুন। যে সিনেমার নাম এরকম, সেই ছবি আমি কখনোই দেখতে যাব না। এটা একটা নাম হল?” তবে এখানেই থামেননি অভিনেত্রী। ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আপনাদের মধ্যে কতজন এমন বিশ্রী নামের সিনেমা দেখতে যাবেন? বিষয়টা সত্যিই খুব দুঃখজনক! এটা একেবারে একটা ব্যর্থ ছবি।” জয়া বচ্চনের মুখে এহেন মন্তব্য শুনেই রেগে কাঁই খিলাড়ি ভক্তরা। তাঁদের প্রশ্ন, ‘আপনার ছেলে অভিষেক বচ্চনের কটা সিনেমা দেখে লোক?’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘নাম যেমনই হোক সিনেমাটা কিন্তু হিট করেছিল।’ কারও মন্তব্য, ‘অক্ষয় দারুণ অভিনয় করেছেন।’
উল্লেখ্য, অক্ষয়-ভূমি অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’র কাহিনির মধ্যে দিয়ে মূলত বাড়িতে শৌচালয় থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছিল। শুধু তাই নয়, বক্স অফিসে চূড়ান্ত সাফল্যের পাশাপাশি এই সিনেমা ‘স্বচ্ছ ভারত অভিযান’-এরও অংশ ছিল। যার জেরে ২০১৯ সালে প্রায় ৬০ মিলিয়ন শৌচালয় তৈরি হয়েছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। চমকপ্রদভাবে এই ছবিতে ছবিতে ভূমি পেড়নেকর অভিনীত চরিত্রটির নামও ছিল জয়া। সামাজিক বার্তা দেওয়া সেই সিনেমার নাম নিয়েই ভরা সভায় অক্ষয় কুমারকে কটাক্ষ করেন জয়া বচ্চন। অবশ্য পালটা ছেড়ে কথা বলেননি খিলাড়ির অনুরাগীরা। প্রবীণ অভিনেত্রী তথা সাংসদকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘অভিষেক বচ্চনের সিনেমা কজন দেখে?
এসএন