ব্যস্ত সড়কঘেঁষা একটি আলোচিত ভবন, যা ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিস রোডে অবস্থিত। ভবনটি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। ভবনটির নাম ‘সুন্দর মহল’।
এই ভবনটি নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালি গ্রামের কন্যা, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশনের বাড়ি ছিল। একসময় সুন্দর মহলটি জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো, তবে বর্তমানে ওই কার্যালয়ের আর কোনো অস্তিত্ব নেই।
সরেজমিনে দেখা যায়, সুন্দর মহলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয় ও কেয়ারটেকার থাকার বাসা ভাঙা। ইটগুলো কোথাও এলোমেলো আবার কোথাও সমানভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেওয়াল ভাঙার ইটগুলোর পলেস্তারা খুলে পরিষ্কার করা হয়েছে। সুন্দর মহল লেখাটি এখনো জ্বলজ্বলে থাকলেও সঙ্গে ‘দালাল মহল’ লিখে সাইনবোর্ড টানিয়ে রেখেছে ছাত্র-জনতা। ভবনটি ভাঙচুরও করা হয়েছে।
ভবনজুড়ে দেওয়ালে দেওয়ালে কালিতে লেখা রয়েছে ‘দালাল মহল’। টানানো সাইনবোর্ডে রওশন এরশাদের ছবিতে কালি দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ভবনের সামনে একপাশে রয়েছে বাঁধানো কবর। কবরের নামফলকে লেখা, বেগম বদরুন্নাহার। মৃত্যু ১৯৯১। স্বামীর নাম খান সাহেব উমেদ আলী।
এসএস/এসএন