আমু পরিবারের বিরুদ্ধে ৩৮ কোটি টাকার সম্পদের ৩ মামলা

৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প মন্ত্রী ও ঝালকাঠী-২ আসনের সাবেক সংসদ সদস্য আমীর হোসেন আমু, তার শ্যালিকা এবং মেয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তিনটি পৃথক মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় আমু বিরুদ্ধে ২৬ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৪৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১৪টি ব্যাংক হিসাব থেকে ৩১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার লেনদেনের অভিযোগও রয়েছে। দ্বিতীয় মামলায় তার শ্যালিকা সৈয়দা হক মেরী এবং আমুকে আসামি করা হয়েছে। সৈয়দা হক মেরীর কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও আমুর সহযোগিতায় অবৈধভাবে ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭০ টাকার সম্পদ অর্জন এবং তার নামীয় ১৩টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৬৮ লাখ ৪১৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় মেরীর মেয়ে সুমাইয়া হোসেন ও আমুকে আসামি করা হয়েছে। অভিযোগে আমুর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ তার নামীয় ১৮টি ব্যাংক হিসাবে মোট ৪৮ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৬৪২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

পুলিশ প্লাজার সামনে যা ঘটেছিল Mar 21, 2025
বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন না যাত্রীরা Mar 21, 2025
ভারতে শেখ হাসিনার সাথে তুলসি গ্যাবার্ডের সাক্ষাৎ হয়েছে কি? Mar 21, 2025
যুক্তরাষ্ট্র ইউক্রেইনের জ্বালানি স্থাপনার মালিকানা নিতে চায় কেন? Mar 21, 2025
হামজাকে নিয়ে সতর্ক ভারত কোচ, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন Mar 21, 2025
কোথায় আছেন সেই “সুন্দরীতমা”? Mar 21, 2025
বলিউডের তিন খান ২০২৫ সালে কত টাকা আয় করছেন বিজ্ঞাপন থেকে? Mar 21, 2025
img
গুলশানের পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত ১ Mar 21, 2025
img
হিন্দু ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি Mar 21, 2025
img
শেষ দিনের ১০ ঘণ্টায় ট্রেনের সাড়ে ৭২ হাজার আসনের টিকিট বিক্রি Mar 21, 2025