নারী ও শিশু হত্যার প্রতিবাদে জাসদের মানবন্ধন

নারী, ছাত্রী, শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। আর প্রধান অতিথি ছিলেন জাসদের প্রধান ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। মাদকদ্রব্য ব্যবহার কমেছে। তবে নারী নির্যাতন ও শিশু নির্যাতন বেড়েছে। এর থেকে মুক্তি পেতে হবে। এদের হাত অনেক বড়। এদেরকে ধরতে না পারলে এই উন্নয়ন টিকিয়ে রাখা সম্ভব হবে না।

সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শিশু ও নারী নির্যাতন আগের থেকে বেড়েছে। এর থেকে রেহাই পেতে হলে আগে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক করতে হবে। তাছাড়া উন্নয়ন হলেও এসব নির্যাতন অনেক বাড়বে। এসবের জন্য আমার মনে হয় মাদ্রাসার শিক্ষকরা দায়ী। আগে আমরা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের নির্যাতনকারী বলতাম। কিন্তু এখন অন্য ধারণা স্থাপন হয়েছে। তাই এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য মূল পরিকল্পনাকারীদের সনাক্ত করতে হবে।

এ সময় জাসদের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/টিআর/এসআই

 

Share this news on: