আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও আবারও জাতীয় দলে ফেরার আশায় আছেন স্যাম কারান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘টুর্নামেন্ট সেরা’ নির্বাচিত হওয়া এই ইংলিশ অলরাউন্ডার এবার আইপিএলকে সামনে রেখেই জাতীয় দলে ফেরার পথ খুঁজছেন।
আইপিএলে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আশা করছেন, এই লিগের পারফরম্যান্স দিয়েই আবার ইংল্যান্ড দলের দরজায় কড়া নাড়তে পারবেন।
এর আগে সর্বশেষ তিনি ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার। সেখানেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড, আর টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছাড়েন সাদা বলের অধিনায়ক জস বাটলার।
এমন পরিস্থিতিতে আইপিএলে ভালো করে জাতীয় দলে ফিরতে চান কারান। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টকে কারান বলেছেন, আমার প্রধান লক্ষ্য সম্ভবত আবার (ইংল্যান্ডের সাদা বলের) দলে ফিরে আসা। ইংল্যান্ডের ক্ষেত্রে আমি মনে করি আমি কখনোই একদম পারফেক্ট রোল খুঁজে পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতের সিরিজে (২০২৫ সালের শুরুর দিকে), এখানে লুকোচুরির কিছু নেই যে তারা (ইংল্যান্ড) ব্যাটিংয়ে অনেক ব্যাটার এবং অতিরিক্ত পেস বোলার খেলিয়েছিল।
কারান আরও বলেন, ‘আমি মনে করি, যদি আমি ইংল্যান্ডের সঙ্গে আমার ভূমিকা সঠিকভাবে খুঁজে পাই, তবে আমি আবার দলে ফিরে আসব, কে জানে এখন কী হবে। সেই ক্লিশে ‘রান এবং উইকেট’ নিয়ে কোনো বিতর্ক নেই, আমাকে তা করতে থাকতে হবে।’
জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বিবেচিত হলেও ইংলিশদের হয়ে ২৪ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলেছেন কারান।
এসএস