অস্ত্রসহ ৩ ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর পশ্চিম নাখাল পাড়াসহ আশেপাশের এলাকা থেকে ৩ ছিনতাইকারী এবং অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

শনিবার (২২মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক ১০টা নাগাদ তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মো. আজিজুর ইসলাম (৩৫), মো. রাজু (২৮) ও মো. রফিকুল ইসলাম।

তেজগাঁও থানার তথ্য দিয়ে তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, নাখালপাড়ার রেললাইনের পশ্চিম পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অবস্থান করছে তারা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশের একটি দল।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আজিজুর, রাজু ও রফিকুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতাররা পশ্চিম নাখালপাড়াসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও থানায় আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

এফপি/এসএন

Share this news on: