মুম্বাই-ভিত্তিক Ormax Media ভারতের শীর্ষ তারকাদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর এই তালিকা নিয়ে ইতিমধ্যেই চলছে তুমুল আলোচনা।
Ormax অনুযায়ী শীর্ষ ১০ প্যান-ইন্ডিয়া তারকা হলেন
প্রভাস – গত এক বছরে কোনো রিলিজ না থাকলেও, প্রভাস নিজের অপ্রতিদ্বন্দ্বী তারকাখ্যাতি বজায় রেখেছেন।
থালাপতি বিজয় – তামিল ইন্ডাস্ট্রিতে দাপট ও তেলেগু ফ্যানবেস তাঁকে দ্বিতীয় স্থানে এনেছে।
আল্লু অর্জুন – Pushpa–র পর বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও তৃতীয় স্থানে।
শাহরুখ খান – ২০২৩-এর দুর্দান্ত সাফল্যের পর চতুর্থ স্থানে।
রাম চরণ – RRR–এর জনপ্রিয়তা এখনো বজায় রয়েছে।
মাহেশ বাবু – দক্ষিণে শক্তিশালী ফ্যানবেস তাঁকে শীর্ষ ১০-এ রেখেছে।
অজিত কুমার – থালার জনপ্রিয়তা এখনো তামিলনাড়ুতে অটুট।
এনটিআর জুনিয়র – মাহেশ ও অজিতের নিচে অবস্থান, যা অনেককে অবাক করেছে।
সালমান খান – বলিউডের ভাই এখনো নিজের অবস্থান ধরে রেখেছেন।
অক্ষয় কুমার – এই তালিকার শেষ নাম।
তবে মূল বার্তা হচ্ছে
তেলেগু তারকাদের দাপট। শীর্ষ ১০-এ ৫ জনই তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, যা তাঁদের “ডেমিগড” স্ট্যাটাস প্রমাণ করে।
রিলিজ না থাকলেও প্রভাসের অদ্বিতীয় জনপ্রিয়তায় তিনিই শীর্ষে।
বিজয় বনাম আল্লু অর্জুন। বিজয় দ্বিতীয়, অর্জুন তৃতীয়—যা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে।
আরএ/এসএন