বাঁধা পেরিয়ে সামান্থার দৃড় প্রত্যাবর্তন

ব্যক্তিগত ও শারীরিক চ্যালেঞ্জ পেরিয়ে আবারও আলোয় ফিরছেন সামান্থা রুথ প্রভু। আত্মবিশ্বাস, ইতিবাচকতা ও সাহসিকতায় ভরপুর এক নতুন যাত্রায় পা রাখছেন তিনি, ভক্তরাও অপেক্ষা করছেন তাঁর পরবর্তী পদক্ষেপের জন্য!

ব্যক্তিগত ও পেশাগত দুই দিকেই নতুন শুরু হতে চলেছে সামান্থার ।

গুঞ্জন চলছে, পরিচালক রাজ নিধিমোরু'র সঙ্গে সামান্থার একটি সুখী সম্পর্ক গড়ে উঠেছে এবং তিনি এখন ক্যামেরার সামনে ও বাইরে দু’জায়গাতেই বেশ স্বচ্ছন্দ।

সাম্প্রতিক কিছু পাবলিক ইভেন্টে তাঁর উপস্থিতি থেকে স্পষ্ট—তাঁর মধ্যে ফিরে এসেছে এক অনন্য উজ্জ্বলতা ও শান্ত আত্মবিশ্বাস।

সামান্থা খুলেছেন নিজস্ব প্রোডাকশন হাউজ। তার প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচারস,প্রথম প্রোডাকশন 'সুবাম' রিলিজের জন্য প্রস্তুত। দ্বিতীয় প্রজেক্ট ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনে, শুটিং খুব শীঘ্রই শুরু হবে
আগের থেকেও দৃঢ় ও নিবেদিত হয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।

দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক নন্দিনী রেড্ডি-র সঙ্গে আবার জুটি বাঁধছেন সামান্থা, শীঘ্রই শুরু হবে শুটিং। তিনি বলিউডেও বেশ কয়েকটি প্রজেক্টের আলোচনায় রয়েছেন — ইঙ্গিত মিলছে এক বড়সড় প্যান-ইন্ডিয়া কামব্যাক এর!

এফপি/এস এন

Share this news on: