লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এ জয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়ে রাখল আলবিসেলেস্তেরা। দলের এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত প্রধান কোচ লিওনেল স্কালোনি।দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মেসির জায়গায় খেলতে নামা থিয়াগো আলমাদা।
মেসি-মার্তিনেজদের অনুপস্থিতিতে আলমাদা, সিমেওনেদের মতো নতুনরা দলের প্রয়োজনে এগিয়ে আসায় বেশি খুশি স্কালোনি।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি বললেন,‘আমি কেন সন্তুষ্ট হব না? জয়ের জন্য নয়, যেভাবে তারা নিজেদের সবটুকু দিয়েছে তার জন্য। এটা এমন মাঠ, যেখানে খেলতে এসে প্রতিপক্ষের প্রবল চাপ সামলাতে হয়, যখন গোলের সুযোগ আসে, সেটা কাজে লাগাতে হয়। যখন রক্ষণ সামলানোর প্রয়োজন পড়ে তখন সেটা করতে হয়- এটা কঠিন।
‘জাতীয় দল মানে পুরো একটি দল, এখানে একজন অনুপস্থিত থাকলেও অন্য কেউ দায়িত্ব নেয়। আজ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছি। পারফরম্যান্স ভিন্ন হতে পারে, কিন্তু দল আছে, নামের ওপরে গিয়েও,’ যোগ করেন এই আর্জেন্টাইন কোচ।
ম্যাচের শুরুতে উরুগুয়ের প্রবল চাপে রক্ষণ ছেড়ে সেভাবে বের হতে পারছিল না আর্জেন্টিনা।আলমাদা, সিমেওনেদেরও অনেক নিচে নেমে এসে রক্ষণে সাহায্য করতে হচ্ছিল। কেন এতেটা চাপে পড়তে হয়েছিল, দ্বিতীয়ার্ধে কীভাবে আর্জেন্টিনা দাপটের সঙ্গে খেলতে পারল, ব্যাখ্যা করলেন স্কালোনি। ‘উরুগুয়ে প্রথম ২০ বা ২৫ মিনিট খুব ভালো খেলেছে।
সে সময় আমরা রক্ষণ সামলেছি, প্রতি আক্রমণ করেছি, যেটা ছিল পরিস্থিতির দাবি। দ্বিতীয়ার্ধে আমরা বেশি আধিপত্য করেছি এবং তখন খেলাটা ভিন্ন ছিল।ফুটবল এমন সব মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে নেয়। আপনাকে জানতে হবে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’
কিভাবে বিরতিতে কৌশল বদলেছিলেন তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ওলিভেরার দিকে একটু বেশি এগিয়ে আসে জুলিয়ানো (সিমিওনে) এবং আরাহোর দিকে নাহুয়েল (মলিনা) ঝুঁকাতেই দলের পারফরম্যান্স ভালো হয়। খেলায় এমন মুহূর্ত আসে যখন প্রতিপক্ষের চাপ সামলাতে হয়, তখন ধৈর্য ধরে থাকতে হয়। দল জানত কখন সুযোগ কাজে লাগাতে হবে।’
ব্রাজিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ সম্পর্কে স্কালোনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়রা। তারা থাকলে আমরা আমাদের খেলার ধরন বজায় রাখতে পারব। শেষ মুহূর্তে রক্ষণাত্মক খেলতে হলেও খেলব। দেখা যাক সামনে কী হয়।’
এমআর/এসএন