তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তে সোহেল তাজের ক্ষোভ

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদকে বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করার প্রস্তাব করা হয়েছে। তাদের নতুন পরিচয় হতে যাচ্ছে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।


রোববার (২৩ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।


গত ১০ মার্চ জামুকার ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ-সংক্রান্ত রেজুলেশনে (খসড়াসহ অন্যান্য বিষয়) স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে সোহেল তাজ ফেসবুক পোস্টে তিনি বলেন, জিয়াউর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার বীর উত্তম খেতাব বিগত আওয়ামী লীগ সরকার প্রত্যাহার করেছিল। সেটিও শেষ পর্যন্ত ধোপে টেকেনি। সুতরাং ইতিহাসে যার যা অবস্থান, সেটি নির্ধারিত। নতুন ইতিহাস ও সংজ্ঞা নির্ধারণের নেপথ্যে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, সেটি জনগণ প্রত্যাখ্যান করবে। কেননা, এখন যা করার চেষ্টা শুরু হয়েছে, তা বিগত সব উদাহরণ ছাপিয়ে যেতে চলেছে।

তিণি বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম দেখে হয়তো আপনারও চোখ ছানাবড়া হয়েছে। গত ২১ মার্চ ‘মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিবসহ চার শতাধিক নেতার’ এই খবরের অর্থ কি এই যে, বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের মতো নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন না? তাদেরকে ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ বলার মধ্য দিয়ে কি তাদের সম্মান বাড়ানো হচ্ছে নাকি অসম্মানিত করা হচ্ছে? দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরে এই অসম্মান কি তাদের প্রাপ্য? এর মধ্য দিয়ে কি জাতি হিসেবে আমরা নিজেদেরকে খুব মহিমান্বিত করছি? যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের ইনটেনশন বা উদ্দেশ্য কী? মুক্তিযুদ্ধের নতুন বয়ান ও নতুন ইতিহাস তৈরি করা?

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার, যারা একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি সচল রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই যাদের প্রধান কাজ; তারা ঐতিহাসিকভাবে মীমাংসিত এমন একটি বিষয় নিয়ে কেন বিতর্ক উসকে দিচ্ছে?

১৯৭১ সালের ৯ মাস পুরো মুক্তিযুদ্ধটি পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর নামে এবং তাজউদ্দীনের নেতৃত্বে। এমনকি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও তার পরদিন দেশি-বিদেশি গণমাধ্যমে এই বিজয়ের খবরের পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিই ছাপা হয়েছে। সুতরাং যার নামে এবং যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, তারা মুক্তিযোদ্ধা নন বরং সহযোগী মুক্তিযোদ্ধা- এমন একটি বিপজ্জনক ধারণা যার বা যাদের মাথা থেকে এলো, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কি অনুচিত?

মুক্তিযোদ্ধা মানেই যে তাকে অস্ত্র নিয়ে শত্রুর দিকে গুলি ছুড়তে হবে তা নয়। ১৯৭০ সালের নির্বাচনের বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে কিছু ব্যতিক্রম বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছেন। কেউ রণাঙ্গণে ছিলেন। কেউ সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাদের সকলেই মুক্তিযোদ্ধা। এখানে কে অস্ত্র হাতে গুলি করেছেন আর কে গুলি করেননি- সেই বিবেচনায় মুক্তিযোদ্ধার সংজ্ঞায়নের অর্থই হলো ঐতিহাসিকভাবে মীমাংসিত একটি বিষয় নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দেয়া। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

মুসলমানদের বড় সমস্যা যেটা | ইসলামিক জ্ঞান Sep 07, 2025
কুরআনে নবীকে কী বলা হয়েছে | ইসলামিক জ্ঞান Sep 07, 2025
মুম্বাইয়ে অভিনয় জগতে নতুনদের শিকার করে দেহব্যবসার কারবার Sep 07, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের রূপরেখা তৈরি হবে : ব্যারিস্টার মামুন Sep 07, 2025
প্রতিপক্ষের স্টাফকে অপমান, সুয়ারেজকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা Sep 07, 2025
নারী ইস্যুতে শিবিরকে ধূয়ে দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ Sep 07, 2025
দুই মাসের মধ্যেই ভারত ‘সরি’ বলবে, বললেন মার্কিন বাণিজ্যমন্ত্রী Sep 07, 2025
img
২২ দিনে কত আয় করল ‘ধূমকেতু’? Sep 07, 2025
img
চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষে আহত ১০৭, চলছে যৌথবাহিনীর টহল Sep 07, 2025
img
জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল Sep 07, 2025
img
রোনালদো ঝলকে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু পর্তুগালের Sep 07, 2025
img
বাগেরহাটে ৩ দিনের হরতালের ডাক দিল সর্বদলীয় সম্মিলিত কমিটি Sep 07, 2025
img
দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাড়মেড়ে জয় Sep 07, 2025
img
মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়: কাদের সিদ্দিকী Sep 07, 2025
img
সোনু নিগামের পুরোনো ‘বিজুরিয়া’ গান ফিরল নতুন রূপে Sep 07, 2025
img
হলিউড সিনেমায় এবার জুটি বাঁধলেন বাংলাদেশি আইরিন-পলক Sep 07, 2025
img
কহো না… প্যায়ার হ্যায় সই করার রাতের স্মৃতি শেয়ার করলেন আমিশা Sep 07, 2025
img
মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে হাজির হলেন জো বাইডেন Sep 06, 2025
img
টাঙ্গাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের সমাবেশ, ১৪৪ ধারা জারি Sep 06, 2025
img
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : ফরহাদ ইকবাল Sep 06, 2025