সঞ্জয় লীলা বানশালীর নতুন ছবি ঘোষণা হয়ে গেল। ছবির নাম ‘লভ অ্যান্ড ওয়ার’, মুখ্য ভূমিকায় তিন অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশাল। ১৭ বছর পর ফের বানশালীর ছবিতে রণবীর কাপুর। সঞ্জয়ের ‘সাওয়ারিয়া’ ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন রণবীর। অন্যদিকে, ‘গঙ্গুবাঈ’-এর সাফল্যের পর ফের আলিয়া কাজ করবেন বানশালীর ছবিতে। ভিকির প্রথম ছবি এসএলবি-র স্কুলে।
ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে। ভিকি কৌশল ও আলিয়া ভাট ইনস্টাগ্রামে ছবির নাম ও কাস্ট শেয়ার করেছেন ভক্তদের জন্য। ছবিটি আদ্যপান্ত প্রেম এবং ত্রিকোণ প্রেম নিয়ে তৈরি হবে বলে জানা গিয়েছে। বি-টাউনে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল সঞ্জয় লীলা বানশালীর আগামী ছবিতে থাকছেন ‘রালিয়া’। সিলমোহর জল্পনায়।