তিন ইন্ডাস্ট্রিতেই রাজত্বের প্রস্তুতি শ্রীলীলার

দক্ষিণ ভারত থেকে বলিউড। শ্রীলীলা এখন ভারতের অন্যতম দ্রুত উত্থানশীল অভিনেত্রী।

 ২০২৫ সাল হতে চলেছে তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। বলিউডে Kartik Aaryan-এর বিপরীতে ডেবিউ, Sivakarthikeyan-এর সঙ্গে তামিলে SK25, ও আরও সম্ভাব্য বড় প্রজেক্ট।

শ্রীলীলা প্রস্তুত এক সুপারস্টার রূপে আবির্ভাবের জন্য। ২০২৫ সালে শ্রীলীলার বড় বাজেটের সিনেমার তালিকায় বলিউড ডেবিউ । Kartik Aaryan-এর সঙ্গে এক বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমায় অভিনয়।

দক্ষিণের বাইরে পা রেখে বলিউডে মেইনস্ট্রিম প্রজেক্টে জায়গা করে নেওয়া।

তামিল সিনেমায় প্রথম প্রবেশ। SK25 ছবিতে Sivakarthikeyan-এর বিপরীতে ডেবিউ। ছবিটি হতে পারে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর জন্য এক বড় ব্রেকথ্রু।

Maddock Films প্রজেক্ট
গুঞ্জন: Ibrahim Ali Khan-এর বিপরীতে অভিনয়ের জন্য আলোচনা চলছে। চূড়ান্ত হলে, এটি বলিউডে তাঁর অবস্থান আরও মজবুত করবে।

তেলেগু ফিল্ম লাইনআপ
দক্ষিণ ভারতের ছবিগুলোতেও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন, প্যান-ইন্ডিয়া কেরিয়ারের দিকে এগিয়ে চলেছেন।

আরএ/এসএন

Share this news on: