সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় আগুনে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামের ওই জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল (২৭)। দগ্ধ শ্রমিকেরা হলেন আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), মোহন (২৪), মামুন (৩২) ও কামরুল (২৮)।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, স্ক্র্যাপ জাহাজটি ইঞ্জিনকক্ষের পাশের কক্ষে অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে লোহা কাটছিলেন শ্রমিকেরা। ওই কক্ষে পরিত্যক্ত বর্জ্য তেল ছিল। আগুনের স্ফুলিঙ্গ বর্জ্য তেলে পড়লে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো কক্ষে তা ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন ছয়জন। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

টাইমস/এইচইউ

Share this news on: