চুমুকাণ্ডের প্রকৃত ঘটনা জানালেন অভিনেত্রী মালাইকা

সম্প্রতি বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার এ বিষয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

মালাইকা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নাচের মধ্যে আমরাও এমন ফ্লাইং কিস দিয়ে থাকি। কিন্তু ওই কিশোর সেদিন যা করছিল, তা সত্যিই ওর বয়সোচিত নয়।’ তার কথায়, ‘শুরু থেকেই ও আমার চোখে চোখ রেখে নেচে গেল। সেই সঙ্গে ওর আচরণও স্বাভাবিক ছিল না।’

মালাইকা জানিয়েছেন, তিনি অস্বস্তিতে ছিলেন। এমনকি কিশোর নাচ শেষ হলে মালাইকা ওর মায়ের নম্বরও জানতে চান। তবে মালাইকা ওই কিশোরের প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেন, ‘ও যদি মন দিয়ে শুধু নাচটাই করে, তা হলে অনেক বড় জায়গায় পৌঁছাবে।’

প্রসঙ্গত, টেলিভিশনের নাচের একটি প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন মালাইকা। স্টেজে তখন বছর ষোলোর এক কিশোর। পারফরম্যান্সের মাঝেই আচমকা মালাইকার উদ্দেশে চুম্বন ছুড়ে দেয় সে। শুধু তাই নয়। ওই প্রতিযোগীর চোখের চাহনিতেও ছিল অন্য ভঙ্গি।

সঙ্গে সঙ্গে মালাইকা বিষয়টি নিয়ে সরব হন। ক্যামেরার সামনেই ওই কিশোরকে বকা দেন তিনি। ওই কিশোরের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলতে থাকে সমালোচনা। অনেকেরই মনে হয়েছে, মালাইকা যা করেছেন, একেবারে ঠিক করেছেন।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
কাটছাঁটের পর অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’ Mar 25, 2025
বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা Mar 25, 2025
ভোক্তার অভিযানে ধরা পড়লো নকল পাকিস্তানি সাদা বাহার Mar 25, 2025
সেনা অভ্যুত্থান চেষ্টা নিয়ে ইন্ডিয়া টু’ডের প্রতিবেদন ভু'য়া এবং মি'থ্যা Mar 25, 2025
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেলের ছড়াছড়ি Mar 25, 2025
ভাড়া নিয়ে গোল্ডেন লাইনের কারসাজি, ধরে ফেললো ভোক্তার ম্যাজিস্ট্রেট Mar 25, 2025
আমরা কি সেই আগের রাজনীতিতে ফিরে যাবো? Mar 25, 2025
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেল মাটি Mar 25, 2025
img
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ Mar 25, 2025
img
গণহত্যা চালিয়েও শেখ হাসিনার অনুশোচনা হয়নি: রিজভী Mar 25, 2025