ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ এপ্রিল) এ তথ্য জানায় দেশটির হুতি বিদ্রোহীরা। এক সপ্তাহ আগে ইয়েমেনের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গতকাল হুতিরা জানাল, নতুন করে হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে মার্কিনিরা।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘আমেরিকার আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। টিভি চ্যানেলটি জানিয়েছে, লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদা বিমানবন্দরে তিনবার হামলা চালানো হয়েছে।
গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা টানা যুক্তরাষ্ট্রের হামলার তথ্য জানিয়েছে। এরআগে গত বুধবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করে তারা ইয়েমেনজুড়ে ভারী হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে হুতিদের পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্র জানায় তারা হুতি নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওইদিন ইয়েমেনে ৫৩ জন নিহত হন বলে জানায় হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি মাসের শুরুতে গাজায় ফের অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এর জবাবে লোহিত সাগরে চলাচলকারী সব ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।
সূত্র: এএফপি
আরএইচ