গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের ফাকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার(২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

জানা গেছে, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহত্তম কাইতলা পশুর হাটে শনিবার ভুক্তভোগী চার ব্যবসায়ী ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে বাড়ি যাচ্ছিলেন।পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ৮০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

মহিষ ব্যবসায়ী পিয়ারোল বলেন, “ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৮০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।”

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন,খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরএইচ

Share this news on: