এবার মেগাস্টার চিরঞ্জীবীর নায়িকা হচ্ছেন অদিতি

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ বিয়ে করেছেন। বিয়ের পর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি অভিনেত্রী। বিয়ের আমেজ কাটিয়ে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের ময়দানে ফিরছেন অদিতি। আর প্রত্যাবর্তনে বেছে নিয়েছেন তেলেগু সিনেমাকে।

আর চমক হলো, প্রথমবারের মতো অদিতি জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন টালিউডের মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে। জানা গেছে, আনিল রাভিপুডির পরিচালনায় নতুন মেগা প্রজেক্টে যোগ দিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে ভারতের গণমাধমে যা অদিতি ও চিরঞ্জীবীর ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

মেগাস্টার চিরঞ্জীবী এ মুহূর্তে একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তিনি তার ক্যারিয়ারে কিছু প্রতিকূলতার পর ‌‘ওয়াল্টেয়ার ভীরয়া’ সিনেমা দিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করেন। ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে। এরপর থেকে তিনি তার স্ক্রিপ্ট নির্বাচন নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন। বর্তমানে তিনি ‘বিশ্বম্ভরা’ সিনেমার কাজ করছেন। ছবিটি অনেক বড় বাজেট ও আয়োজনে নির্মিত হচ্ছে।

‘বিশ্বম্ভরা’ সিনেমার কাজ শেষ করার পর চিরঞ্জীবী তরুণ পরিচালক শ্রীকান্ত ওদেলার সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ শুরু করবেন। পাশাপাশি আনিল রাভিপুডির নতুন সিনেমাতেও যোগ দেবেন। সেখানেই অদিতির নায়ক হবেন তিনি।

আনিল রাভিপুডি সম্প্রতি ‘সংক্রান্তি কি বাস্তুনাম’ সিনেমার মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। সেই সিনেমায় তিনি ভেঙ্কটেশ ও ঐশ্বরিয়া রাজেশকে নিয়ে কাজ করেছেন। এবার তিনি নতুন গল্প বলতে প্রস্তুত। আর সেখানে চমক হিসেবে বেছে নিয়েছেন চিরঞ্জীবী ও অদিতি জুটিকে।

অদিতিকে সর্বশেষ ‘হীরামান্দি: দ্য ডায়মন্ড বাজার’- এ দেখা গেছে। হিন্দি ভাষার ইতিহাসভিত্তিক ড্রামা সিরিজে তার চরিত্রটি নজর কেড়েছে দর্শকের। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত এই সিরিজটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে, কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও।

বলিউডের অদিতি তেলেগু সিনেমাতেও বেশ সুনাম পেয়েছেন ‘সামোহনাম’ এবং ‘মহা সমুদ্রাম’র মতো দুটি হিটি সিনেমা উপহার দিয়ে। এবার দেখা যাক, চিরঞ্জীবীর সঙ্গে নিজেকে কতোটা তুলে ধরতে পারেন এই তারকা।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৬ ব্যক্তি উদ্ধার Mar 26, 2025
img
বিএনপির কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ২ Mar 26, 2025
img
স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Mar 26, 2025
img
স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান Mar 26, 2025
img
স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি Mar 26, 2025
img
প্রয়োজন পড়লে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে যাব: মির্জা আব্বাস Mar 26, 2025
img
ভক্তদের মন ভাঙায় দুঃখ প্রকাশ ব্রাজিল অধিনায়কের Mar 26, 2025
img
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ১৮ জনের মৃত্যু Mar 26, 2025
img
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেইসবুকে পোস্ট, তোপের মুখে এসিল্যান্ড Mar 26, 2025
img
মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা Mar 26, 2025