‘হাউসফুল ৫’-এ দেখা যেতে পারত জন আব্রাহামকে। আবারও পর্দায় ফিরতে পারতেন তাঁর পুরনো ‘দেশি বয়’ সঙ্গী অক্ষয় কুমারের সঙ্গে। তবে অবাক করার মতো বিষয় হলো, এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জন নিজেই!
সম্প্রতি 'জুম'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জন আব্রাহাম নিশ্চিত করে বলেন, “আমি ‘হাউসফুল ৫’-এর প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু নিজেই না করে দিয়েছি।”
অথচ এই সিদ্ধান্ত যদি না নিতেন, তাহলে প্রায় এক দশক পর আবারও একসঙ্গে দেখা যেত অক্ষয়-জন জুটিকে। গরম মসালা, হাউসফুল ২, দেশি বয়জ, এমনকি ডিশুম-এও এই জুটির কেমিস্ট্রি নজর কাড়ে দর্শকদের। যদিও ডিশুম-এ অক্ষয়ের ছিল মাত্র একটি ক্যামিও, তবুও দারুণভাবে আলো ছড়িয়েছিলেন তিনি।
‘হাউসফুল ৫’ থেকে পিছু হঠলেও, জন ইঙ্গিত দিয়েছেন এক বড় চমকের! হতে পারে, আবারও ফিরছে গরম মসালা—এই সিনেমার সিক্যুয়েলেই নাকি নতুন করে জুটি বাঁধতে চলেছেন ‘দেশি বয়’রা! জন বলেন, “আমি অক্ষয়ের সঙ্গে ‘গরম মসালা’ করতে খুবই আগ্রহী। হতে পারে এটা কোনো সিচুয়েশনাল বা ডার্ক কমেডি, অথবা এমন কিছু যা এক্সাইটিং।”
অন্যদিকে, হাউসফুল ৫-এ থাকছেন তারকা ভরপুর কাস্ট—অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, ডিনো মোরিয়া, শ্রেয়াস তলপাড়ে, জনি লিভার, চাঙ্কি পাণ্ডে, নারগিস ফখরি থেকে শুরু করে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং ও আরও অনেকে। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ মনসুখানি এবং এটি হবে একটি ক্রুজ-ভিত্তিক মার্ডার মিস্ট্রি কমেডি।
এদিকে জন এখন ব্যস্ত তাঁর নতুন ছবি দ্য ডিপ্লোম্যাট নিয়ে, যা বক্স অফিসে বেশ ভালো করছে।
এফপি/এস এন