শাকিবের ‘বরবাদ’ আটকে দেওয়ার গুঞ্জন, সিয়ামের ক্ষোভ প্রকাশ

এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে। যার মধ্যে অন্যতম ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর।
বাংলাদেশ-ভারত, দুই দেশেই সিনেমাটির শুটিংয়য়ের পর ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষমুহূর্তে এই সিনেমার মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

জানা গেছে, ঈদ কাছাকাছি এলেও এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ‘বরবাদ’। একাধিক জটিলতায় থমকে আছে আলোচিত এই সিনেমা। সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে বরবাদকে।

এমন পরিস্থিতে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের ৪ বছর আগের একটি সিনেমা। ২০২১ সালে শেষ হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে, ‘অন্তরাত্মা’ আসন্ন ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এর পরিচালক। যে কারণে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পাওয়া নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা সিয়াম আহমদে। এই নায়কের এবারের ঈদে প্রেক্ষাগৃহে ‘জংলি’ সিনেমা মুক্তি পেতে চলেছে।

তবুও সিয়াম চান, ঈদে সবার সিনেমাই মুক্তি পাক। এখানে কোনো ধরণের বাধা সৃষ্টি না হোক।

এক ফেসবুক স্ট্যাটাসে সিয়াম লিখেছেন, একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া!

এরপর সিয়াম বলেন, 'বরবাদ' আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক জংলি, বরবাদ, দাগী, চক্কর, জ্বীন-৩ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।

সিয়ামের সেই পোস্টের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। অনেকেই বলেছেন, শাকিবের সিনেমা ছাড়া ঈদ কল্পনাও করা যায় না। তাই বরবাদ সিনেমার মুক্তি চাই।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৩১ টন আলু Mar 25, 2025
img
স্টারলিংক চালু হলে ইন্টারনেট সেবা বন্ধের সুযোগ পাবে না কেউ: প্রধান উপদেষ্টা Mar 25, 2025
img
শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ Mar 25, 2025
img
আগামী বাজেটে থাকবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের উদ্যোগ : অর্থ উপদেষ্টা Mar 25, 2025
img
গাড়িবহরের টাকার উৎস জানালেন সারজিস আলম Mar 25, 2025
হান্নান মাসউদের ওপর হামলায় বিএনপির উদ্দেশে যা বললেন সারজিস Mar 25, 2025
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের ব্যাপারে ব্রিটিশ এমপিদের কাছে সন্দেহজনক ইমেইল Mar 25, 2025
ট্রাম্প প্রতিনিধিদের গ্রিনল্যান্ড সফর নিয়ে নতুন উত্তেজনা! Mar 25, 2025
ঝুঁ'কি'পূর্ণ অবস্থাতেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন তামিম Mar 25, 2025
হাসপাতাল থেকে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম Mar 25, 2025