গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কই এখন টক অফ দ্য টাউন। এরই মধ্যে ছেলে জুনাইদের ডেবিউ ছবির ব্যর্থতা নিয়ে বোমা ফাটালেন আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আমির বলেন, “ভালো হয়েছে। আমার মনে হয় ও ভালো কাজ করেছে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নেবে।” বলে রাখা ভালো, আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তর বড় ছেলে জুনাইদ।
ছোটবেলায় বারবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তবে বোন ইরার বিয়েতে বাবা-মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব সামলেছেন। স্টারকিড হলেও বলিউডের অন্যান্য তারকাসন্তানদের মতো শৈশব থেকেই লাইমলাইটে থাকেননি কোনওদিন।
‘মহারাজা’ সিনেমার দৌলতে গতবছরই অভিনয় কেরিয়ার শুরু হয়েছে জুনাইদ খানের। তবে সেই ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। ‘লাভইয়াপ্পা’র হাত ধরে বড়পর্দায় অভিষেক। অভিনয় কেরিয়ার শুরু করার আগে আমির খানের প্রযোজনা সংস্থায় সহ পরিচালকের দায়িত্ব সামলেছেন। সেখানেই সিনে মেকিংয়ের হাতেখড়ি তাঁর। তবে ‘লাভইয়াপ্পা’ বক্স অফিসে সেভাবে ছাপ রাখতে পারেননি। তাতে অবশ্য আক্ষেপ নেই আমিরের।
এর আগে ছেলে জুনাইদের সিনেমা ‘লাভইয়াপ্পা’র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেখানেই নিজের রোম্যান্টিক সত্ত্বা নিয়ে রসিকতা বলিউড তারকার।
দু’বারের ‘ডিভোর্সি’ আমির সেই সময় সাফ জানান, “আমি এখনও সত্যিকারের প্রেমে বিশ্বাস করি।” তাঁর কথায়, “মা কসম, আমি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। শুনতে খুব মজার লাগলেও আমার দুই স্ত্রীকেই জিজ্ঞেস করে নিন।” ছেলের সামনেই নিজের প্রেমজীবন নিয়ে সেবার প্রকাশ্যে আসেন অভিনেতা। রিনা-কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পরও যে প্রাক্তন স্ত্রীদের প্রতি তাঁর শ্রদ্ধা এবং সম্মান অটুট, সেকথাও সেই সময় জানান তিনি।
আরএ