কেকেআরের দুর্ভাগ্য ডেকে এনেছিল কালো রঙ

ক্রিকেট নিয়ে কোনো রকম ধারণা ছাড়াই চলতে শুরু করেন শাহরুখ খান ও জুহি চাওলা। ২০০৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানা শাহরুখ খান ও জুহি চাওলার। শাহরুখের বাড়িতেই তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের গান। তার পরিকল্পনা মাফিকই কলকাতা দলের জার্সির রং হয়েছিল কালো ও সোনালি।

কিন্তু মনটা খুঁত খুঁত করছিল জুহির, কালোকে অশুভ বলেই মনে করতেন অভিনেত্রী। যদিও শাহরুখ সে কথায় পাত্তা দেননি। কিন্তু শেষ পর্যন্ত জুহির কথাই মানতে হয় দলকে।

‘লিভিং উইথ কেকেআর’ তথ্যচিত্রে জুহির স্বামী এবং সহ-মালিক জয় মেহতা জানান, তাদের মনে কীভাবে এই কুসংস্কার দানা বাঁধে। বেশ কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় দলের হারের পর, জুহি স্বামী জয়ের কাছে যান। জানান, কেকেআরের এই হারের জন্য কালো রংই দায়ী।

জয় বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে আমরা পরাজিত হয়ে ফেরার পর জুহি হঠাৎ আমাকে বলে, আমি কালো রং সম্পর্কে কুসংস্কারাচ্ছন্ন এবং আমার মনে হয় কালো রং কেকেআরের জন্য দুর্ভাগ্য ডেকে আনছে।’ জয় স্বীকার করে নেন, সে সময় তিনি এবং শাহরুখ দু’জনেই জুহির কথা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘যত্ত সব বাজে কথা!’

যদিও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন জুহি। তিনি বলেন, ‘কালো জার্সির ব্যাপারে আমার কিছু একটা মনে হয়েছিল। আমি ভাবছিলাম, এই রং দলের শক্তি বাড়াতে দিচ্ছে না। যখন পরিস্থিতি সত্যিই খারাপের দিকে এগোতে শুরু করে, তখন আমাকে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। আমি বলেছিলাম, না, আমাদের রং বদলাতেই হবে, আর কালো নয়। ফলও মেলে।’

জুহির জেদের কাছে হার মানেন জয়, শাহরুখ। কেকেআর-এর জার্সি কালো থেকে বেগুনি হয়ে যায়। জুহির দাবি, তার পর থেকেই তাদের ভাগ্যও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
কাটছাঁটের পর অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’ Mar 25, 2025
বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা Mar 25, 2025
ভোক্তার অভিযানে ধরা পড়লো নকল পাকিস্তানি সাদা বাহার Mar 25, 2025
সেনা অভ্যুত্থান চেষ্টা নিয়ে ইন্ডিয়া টু’ডের প্রতিবেদন ভু'য়া এবং মি'থ্যা Mar 25, 2025
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেলের ছড়াছড়ি Mar 25, 2025
ভাড়া নিয়ে গোল্ডেন লাইনের কারসাজি, ধরে ফেললো ভোক্তার ম্যাজিস্ট্রেট Mar 25, 2025
আমরা কি সেই আগের রাজনীতিতে ফিরে যাবো? Mar 25, 2025
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেল মাটি Mar 25, 2025
img
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ Mar 25, 2025
img
গণহত্যা চালিয়েও শেখ হাসিনার অনুশোচনা হয়নি: রিজভী Mar 25, 2025