চলচ্চিত্র আমাদের বিনোদন দেয়, অনুপ্রাণিত করে। তবে তা যদি নারীদের অশ্লীলভাবে উপস্থাপন করে বা অবমাননা করে, তখন সেটা শুধুই বিনোদন নয়, তা কিন্তু গভীর সামাজিক প্রভাব ফেলে।
আর ঠিক সেই কারণেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি (টলিউড) এখন তীব্র বিতর্কের মুখে।
"নারীবিরোধী নাচ" নিয়ে মুখ খুলল তেলেঙ্গানা মহিলা কমিশন। তেলেঙ্গানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শারদা নেরেলা সরাসরি সতর্ক করেন।
পরিচালক, কোরিওগ্রাফার এবং প্রযোজকদের “অনেক অভিযোগ এসেছে। কিছু ডান্স মুভ অত্যন্ত অশালীন, যা নারীদের অপমান করে।”, বলেছেন কমিশন।
“সিনেমা সমাজের মানসিকতাকে প্রভাবিত করে। এমন কনটেন্ট দায়িত্বজ্ঞানহীন।” এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে।
এটি শুধুমাত্র সতর্কতা নয়। এটি একটি কঠিন বার্তা ,“যে কোনো অশালীন ও নারীদের অবমাননাকর নৃত্যদৃশ্য অবিলম্বে কেটে ফেলতে হবে। না হলে প্রযোজকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এই সতর্কবার্তা এসেছে একের পর এক আইটেম গান ও গ্ল্যামার সিনে অতিরিক্ত যৌনায়নের প্রেক্ষিতে, যেখানে অনেক ক্ষেত্রেই নারী শরীরকে শুধু ‘আকর্ষণের হাতিয়ার’ হিসেবেই তুলে ধরা হয়েছে।
আরএ