জয় দিয়ে চেন্নাইয়ের আইপিএল শুরু

চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস এবারের টুর্নামেন্ট শুরু করেছে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে। এ নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই।

গতকাল রবিবার (২৩ মার্চ) চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে মুম্বাই। জবাবে রাচিন রবীন্দ্র ও অধিনায়ক গায়কোয়াডের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই।

১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শরেুতে রাহুল ত্রিপাতিকে হারালেও অধিনায়ক গায়কোয়াডকে নিয়ে সহজ জয়ের দিকেই দলকে এগিয়ে নিতে থাকেন রাচিন। তবে ২৬ বলে ৫৩ রান করে গায়কোয়াড় আউট হলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। কিন্তু শেষ পর্যন্ত রাচিনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। কিউই এই অলরাউন্ডার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ পুথুর।

এর আগে ব্যাটে নেমে মুম্বাই শুরুতেই উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে। তবে মাঝে তিলক ভার্মার ২৫ বলে ৩১ এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ২৯ রান মুম্বাইকে কিছুটা চ্যালেঞ্জ করার মতো স্কোর এনে দেয়। এছাড়াও শেষ দিকে দীপক চাহারও খেলেন ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস।

চেন্নাইয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নুর আহমেদ। এই আফগান স্পিনার ৪ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও খালিল আহমেদ পেয়েছেন ৩ উইকেট।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
কাটছাঁটের পর অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’ Mar 25, 2025
বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা Mar 25, 2025
ভোক্তার অভিযানে ধরা পড়লো নকল পাকিস্তানি সাদা বাহার Mar 25, 2025
সেনা অভ্যুত্থান চেষ্টা নিয়ে ইন্ডিয়া টু’ডের প্রতিবেদন ভু'য়া এবং মি'থ্যা Mar 25, 2025
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেলের ছড়াছড়ি Mar 25, 2025
ভাড়া নিয়ে গোল্ডেন লাইনের কারসাজি, ধরে ফেললো ভোক্তার ম্যাজিস্ট্রেট Mar 25, 2025
আমরা কি সেই আগের রাজনীতিতে ফিরে যাবো? Mar 25, 2025
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেল মাটি Mar 25, 2025
img
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ Mar 25, 2025
img
গণহত্যা চালিয়েও শেখ হাসিনার অনুশোচনা হয়নি: রিজভী Mar 25, 2025