বাংলাদেশের বিপক্ষে অনেক আবেগ ও রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে : ভারতীয় ডিফেন্ডার

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ইর্ষনীয় নয়। সেখানে ভারত অনেকটা এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে সবসময়ই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।

আরো একটি ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষা। আর মাত্র অপেক্ষা এক দিনের। এরই মধ্যে উত্তাপ ও উত্তেজনা টের পাচ্ছেন দুই দলের ফুটবলাররা। এই যেমন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান মনে করছেন, রোমাঞ্চকর এক ম্যাচ হতে চলেছে।

ভারতের অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও রোমাঞ্চ মিশে থাকে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এটা প্রত্যাশা করতে পারেন কিন্তু অধিকাংশ সময় আমরাই তাদেরকে টপকে সাফল্য পেয়েছি।’

মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩১ খেলায় ভারতের জয় ১৬ বার।

বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ, সেটাও ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপে। ড্র ১২টি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা এবার ফুরাতে চায় বাংলাদেশ। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরী থাকায় সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছে। প্রতিপক্ষ ভারতও হামজাকে বেশ সমীহ করছে।

তাকে ঘিরে নানা ছক আঁকছেন স্বাগতিক কোচ মানাকো মারকেজ।

বাংলাদেশ ঘাসের মাঠে একদিন অনুশীলনের পর টানা দুদিন অনুশীলন করেছে জওয়াহেরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের টার্ফের মাঠে। অন্যদিকে ভারত টানা অনুশীলন করে যাচ্ছে ম্যাচ ভেন্যুতে। রবিবারসহ গত তিন দিন রুদ্ধধার অনুশীলন করেছে ভারত। তাদের প্রস্তুতি কোনো গণমাধ্যম প্রবেশের অনুমতি মিলেনি। দলের কৌশল আপাতত বাইরে জানাতে দিচ্ছেন না ভারতের কোচ মারকেজ।

মঙ্গলবার (২৫ মার্চ) জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান Mar 25, 2025
img
কাটছাঁটের পর অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’ Mar 25, 2025
বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা Mar 25, 2025
ভোক্তার অভিযানে ধরা পড়লো নকল পাকিস্তানি সাদা বাহার Mar 25, 2025
সেনা অভ্যুত্থান চেষ্টা নিয়ে ইন্ডিয়া টু’ডের প্রতিবেদন ভু'য়া এবং মি'থ্যা Mar 25, 2025
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেলের ছড়াছড়ি Mar 25, 2025
ভাড়া নিয়ে গোল্ডেন লাইনের কারসাজি, ধরে ফেললো ভোক্তার ম্যাজিস্ট্রেট Mar 25, 2025
আমরা কি সেই আগের রাজনীতিতে ফিরে যাবো? Mar 25, 2025
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লায় পাওয়া গেল মাটি Mar 25, 2025
img
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ Mar 25, 2025