কলসিন্দুরে নারী ফুটবলারদের বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

ময়মনসিংহের ধোবাউড়ায় কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ মোল্লা।

ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, মামলায় নির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিদ্যালয়ের ভেতরের কেউ এ ঘটনা ঘটিয়েছে না বাইরের কেউ আগুন দিয়েছে এমন চারটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে।

ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ মে) ভোরে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের শিক্ষকদের সনদপত্র, মেয়েদের খেলার সনদপত্র, রেজুলেশন বই, কারিগরি শাখার কাগজপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

আরও পড়ুন...

ধোবাউড়ার কলসিন্দুরে নারী ফুটবলারদের বিদ্যালয়ে আগুন

 

টাইমস/এইচইউ

Share this news on: