এবার ক্ষমা চাইলেন জারিন

সদ্য ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ প্রকাশের পর এবার সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক কার্যকরী সদস্য জারিন দিয়া।

বৃহস্পতিবার রাত ১২ টা ৪০ মিনিটে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন-
ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে হয়তো অনেক বেশিই ভালোবেসে ফেলেছি। আমি খুব সাধারণ একজন কর্মী। কারো সাথে কোনো শত্রুতা ছিল না কোনো দিন। একটা স্ট্যাটাসের মাধ্যমে হয়তো আজ অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি পড়েছি। পদ থেকে বঞ্চিত হয়েছি বলেই স্ট্যাটাসটা দেই নাই। আসলে জমে থাকা কষ্টগুলো ভেতরে আর রাখতে পারিনি।

সত্যি অনেক পরিশ্রম করেছিলাম। মাকে ধরে যখন কেঁদেছি মার চোখের পানিটাও তখন সহ্য হচ্ছিল না। তাই ক্ষোভ থেকে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি, পারলে এই ছোট বোনটাকে ক্ষমা করে দিয়েন সবাই। আজ হসপিটালের বেডে অসহ্য শারীরিক (কোমরের পাঁজরে আঘাত) ও মানসিকভাবে আঘাতে দিন কাটাতে হচ্ছে। হয়তো মৃত্যুটা ঘনিয়ে আসছে।

এর মাত্র দুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন সংগঠনটির এই নেত্রী।

সেখানে জারিন লিখেছিলেন- রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী ভাই আপনাদের মধুভর্তি মেয়ে লাগে। বড় বড় প্রোগ্রামে মেয়েদের মুখ না দেখলে তো আপনাদের মন ভরতো না। শোভন ভাই আপনি একদিন আমাকে সবার সামনে বলছিলেন কিরে চেহারা সুন্দর আছে; তো সেজেগুজে আসতে পারো না!

আমি সেজেগুজে আসতে পারি নাই দেখে আমাকে কমিটিতে রাখলেন না ??

আপনারা যেসব মেয়েদের কমিটিতে রেখেছেন তারা কয়দিন থেকে রাজনীতি করে! আপা কি জানেন?? আর নিজে বিবাহিত বলে কমিটিতে দুনিয়ার বিবাহিত মেয়েদের রেখেছেন !!!

আর গোলাম রাব্বানী ভাই আমাকে সবার সামনে বলছিলেন দুই দিনের মেয়ে কেমনে পোস্ট পাইছো বুঝি নাই! কয়জনের বেডে গেছো, NSI রিপোর্ট করলেই জানা যাবে। মনে আছে, গোলাম রাব্বানী ভাই ?????? আমি তখন আপনার কথার যোগ্য জবাব দিয়েছিলাম। আজ তার শোধ নিলেন ?????

অনেক তথ্য অপেক্ষা করছে আপনাদের জন্যে ।
এই বিবাহিত বিতর্কিত কমিটি মানি না; মানবো না...
আমার শ্রমের মূল্য দিতে হবে আপনাদের।

জারিনের ফেসবুক থেকে জানা গেছে, ছাত্রলীগের কমিটি ঘোষণার দিন মধুর ক্যান্টিনে মারামারিতে কোমরে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি বেডরেস্টে রয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on: