রাজশাহীতে জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৪৩২ শিক্ষার্থী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে বোর্ড থেকে সাত হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

শনিবার দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ডের অধীনে সাত হাজার ৪৩২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘মেধাবৃত্তি’ তিন হাজার ২১৪ জন। আর ‌‘সাধারণ বৃত্তি’ পেয়েছে চার হাজার ২২১ জন শিক্ষার্থী।

এই বোর্ডে জেএসসিতে মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৫৩ হাজার ২২১ জন। পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।

জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৯৫ দশমিক ৬ শতাংশ।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বৃত্তির মেয়াদ থাকবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: