অর্থমন্ত্রীর বাসায় বিএনপি প্রার্থী ইনাম আহমদ

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট-১ আসনের প্রার্থী ইনাম আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অর্থমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন ইনাম আহমদ চৌধুরী। এ সময় সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

অর্থমন্ত্রী ও তার ছোট ভাইয়ের সঙ্গে ঠিক কি কথা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের ইনাম আহমদ চৌধুরী বলেন, আমরা আগামী নির্বাচন ও সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে কথা বলেছি। এছাড়া আমাদের কর্মজীবনের নানা বিষয় আলোচনায় এসেছে।

তবে আলোচনায় সিলেটের রাজনৈতিক সম্প্রীতি গুরুত্ব পেয়েছে। সিলেটে যাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী হয়রানির শিকার না হয়, সেজন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, অর্থমন্ত্রী আমার পছন্দের মানুষ। সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার খবর শুনেই তিনি আমাকে স্বাগত জানিয়েছেন।

এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে এনাম আহমেদ চৌধুরী দাবি করেন, নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করার দাবি জানাতে অর্থমন্ত্রীর কাছে গিয়েছিলাম।

প্রসঙ্গত, রাজনীতির এমন সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

 

 

 

Share this news on: