ঈদে খুলনা-ঈশ্বরদীতে চলবে দুটি বিশেষ ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ঈশ্বরদী-খুলনা ও ঢাকা-ঈশ্বরদী-ঢাকা অভিমুখে দুটি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে খুলনাগামী ট্রেন চলবে একদিন এবং ঈদ স্পেশাল ট্রেনটি তিনদিন চলবে। এটি মৈত্রী এক্সপ্রেসের রেক দিয়ে চালানো হবে।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকায় ঘরে ফেরা মানুষের জন্য ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে এক ট্রিপ চলবে ‘খুলনা স্পেশাল’ নামে।

ট্রেনটি আগামী ৩ জুন (সোমবার) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে একবারই যাত্রা করবে। ঢাকা থেকে ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনার মানুষের ভোগান্তি কমাতে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, ঈদে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় ওই রেক দিয়ে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে শুধুমাত্র এক ট্রিপ চলবে খুলনা স্পেশাল ট্রেনটি। এছাড়া ঈদের আগের তিনদিন ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী রুটে আরও একটি ঈদ স্পেশাল ট্রেন যাতায়াত করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: