শরীয়তপুরে ঘুমন্ত দু’জনের প্রাণ নিল আগুন

শরীয়তপুর জেলা শহরের ঐতিহ্যবাহী পালং বাজারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগির ছেলে পলাশ বৈরাগী ও রবি সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার।

নিহত পলাশ ১০ বছর ধরে পালং বাজারে নারায়ণ ঘোষের মিষ্টির দোকানটিতে কাজ করতেন। স্থানীয় কলেজছাত্র বিশ্বজিৎও পড়াশোনার ফাঁকে ফাঁকে খণ্ডকালীন ওই দোকানে কাজ করতেন। দু’জনই মিষ্টির দোকানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। তাদের লাশ শরীয়তপুর জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শহরের সবচেয়ে বড় বাজার পালং বাজারে শুক্রবার ভোরে আগুন লাগার এই ঘটনা ঘটে। প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন লাগার কারণ এখনো বলতে পারেনি তারা। বাজারের ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

পালং বাজারে আগুন লাগা ও দুজনের মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুর রহমান শেখ। তিনি বলেন, অগ্নিকান্ডে বাজারের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়েছে বলে জানা গেছে। নিহত দু’জনের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়া হবে।

 

Share this news on: