স্থায়ীভাবে থাকার সুবিধা দিয়ে ‘গোল্ডেন কার্ড’ চালু করল আরব আমিরাত

ব্যবসায়ী ও দক্ষ পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের সুবিধা দিয়ে মঙ্গলবার থেকে ‘গোল্ডেন কার্ড’ চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বিনিয়োগকারী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবীরা এখন থেকে দীর্ঘমেয়াদে আরব আমিরাতে বসবাসের সুযোগ পাবেন।

গালফ নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম মঙ্গলবার স্থায়ীভাবে বসবাসের এই সুবিধা চালু করেছেন। প্রথম দফায় ৬ হাজার ৮০০ বিনিয়োগকারী ‘গোল্ডেন কার্ড’ পাবেন। যাদের বিনিয়োগের পরিমাণ ১০০ বিলিয়ন দেরহামের বেশি।

শেখ মাখতুম তার টুইটার পেজে মঙ্গলবার বলেছেন, ‘আজ আমরা স্থায়ী বসবাসের সুবিধা পদ্ধতি ‘গোল্ডেন কার্ড’ চালু করেছি। বিশিষ্ট ব্যক্তি, ব্যতিক্রম প্রতিভা সম্পন্ন ব্যক্তি এবং সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে ইতিবাচক অবদান রাখছেন এমন যে কোনো ব্যক্তিকে  এই কার্ড দেয়া হবে। আমাদের সঙ্গে পথচলায় তাদের চাই। যাতে করে আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি বাসিন্দা আমাদের ভাই এবং আমাদের আমিরাত পরিবারের অংশ।’

 

টাইমস/এসআই

 

Share this news on: