নিজের মেয়েকেও টিকিট দিলেন না রেলমন্ত্রী!

ঈদে বিশেষ কোটায় টিকিট নিতে নিজের মেয়ে একটি তালিকা দিয়েছিল রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। সেই তালিকাও হাতে নেননি মন্ত্রী। মেয়েকে জানিয়ে দিয়েছেন ঈদে ট্রেনে সাধারণ মানুষ বাড়ি ফিরবে। এজন্য বিশেষ কোটায় টিকিট দেয়া বন্ধ।

মন্ত্রণালয়ে ঢাকার এক সংসদ সদস্য বিশাল টিকেট চাহিদার ফর্দ পাঠিয়েছেন। তাতে সায় দেয়নি রেল মন্ত্রণালয়। উল্টো তা প্রকাশ করে জানিয়ে দিয়েছে এবার এই ধরনের টিকিট দেয়া হবে না।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে। এরইমধ্যে টিকিট চেয়ে চেষ্টা-তদবির শুরু করে দিয়েছেন প্রভাবশালীরা। রেলভবনে জমা পড়েছে একের পর এক টিকিট চাহিদার ফর্দ।

অবশ্য এমন আশঙ্কায় রেল মন্ত্রণালয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে মন্ত্রী সচিব সংসদ সদস্য নিজে বাড়ি গেলে কেবলমাত্র টিকিট পাবেন নতুবা নয়। তাদের কোনো ডিও লেটারে কাউকে এবার টিকিট দেয়া হবে না। আগের মতো রেলের টিকিট ভিআইপিদের জন্য ব্লক রাখা হবে না।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ নিয়ে বলেছেন, শুধু সংসদ সদস্য মন্ত্রী বিচারপতি সচিব যদি নিজে বাড়ি যান তাহলে তাদের জন্য রেল মন্ত্রণালয় টিকিট ব্যবস্থা করবে এবং তা টাকা দিয়ে কিনে নিতে হবে। এ ছাড়া আর কারো জন্য ভিআইপি হিসেবে কোনো টিকেট ইস্যু করা হবে না।

রেল ভবন সূত্র জানায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির আগেই বহু মন্ত্রী-এমপির রেলভবনে ডিও লেটার পাঠায়। কেউ কেউ পৃষ্ঠা ভরে তালিকা করে ট্রেনের টিকিট চেয়েছেন।

এর মধ্যে ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম ৩০ থেকে ৪ জুনের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৯৪টি টিকিট চেয়েছেন। আর জামালপুরের এক সংসদ সদস্য চেয়েছেন ৬৭টি টিকিট।

রেলমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবার ভিআইপি কোঠায় এসব টিকিট দেওয়া সম্ভব নয়।

২২ মে সকাল ৯ টা থেকে বিভাগ ও অঞ্চলভেদে কমলাপুর, ফুলবাড়ি, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ঢাকা থেকে দিনে প্রায় ৩০ হাজার ট্রেনের টিকেট বিক্রি করা হয়। এর মধ্যে এবার ৫০ ভাগ টিকেট অনলাইনে মোবাইল অ্যাপসে কাটার সুবিধা দেওয়া হয়েছে। একমাস আগে চালু করা হয়েছে রেলের টিকিট কাটার অ্যাপস ‘রেল সেবা’।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024