ইসি কোনো চাপে নেই: রফিকুল ইসলাম

নির্বাচন কমিশন (ইসি) কোনো চাপে নেই জানিয়ে কমিশনার রফিকুল ইসলাম বলেছেন সব দলের যৌক্তিক দাবি মেনে নেয়া হবে।

এর আগে ঐক্যফ্রন্টের বিভিন্ন দাবির কারণে ইসি চাপে আছে বলে সরকারি দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে রফিকুল ইসলাম আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে, তাহলে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত থাকতে হবে।

তিনি বলেন, সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তা তদন্ত করে ব্যবস্থা নেবে কমিশন।

Share this news on: