চট্টগ্রামে পুলিশ ব্যারাকে মোবাইল চুরি, আটক ১

চট্টগ্রাম আদালতে পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩২) নামে একজনকে আটক করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করার পর মঙ্গলবার সন্ধ্যায় নগরের লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩২) চট্টগ্রামের বাঁশখালীর কাটুরিয়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার আদালত মসজিদের পাশের পুলিশ ব্যারাকে ঘুমাচ্ছিলেন কনস্টেবল লিটন কান্তি দাশ ও আলাউদ্দিন। ঘুম থেকে উঠে তারা নিজেদের ব্যবহৃত দুটি করে মোট চারটি মোবাইল খুঁজে পাচ্ছিলেন না।

পরে তারা খুঁজ নিয়ে জানতে পারেন, পুলিশ ব্যারাকের পাশের দুই দোকানদারের দুটি মোবাইলও পাওয়া যাচ্ছে না। অভিযোগ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত শহীদকে শনাক্ত করার পর গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শহীদ পেশাদার চোর। সে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল। পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরি করে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন যে ৬টি মোবাইল চুরি হয়েছিল, তার মধ্যে পাঁচটিই উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।

 

টাইমস/এইচইউ

Share this news on: