১৬ সেকেন্ডে ধূলিসাৎ ২১ তলা ভবন (ভিডিও)

১৯৭২ সাল থেকে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ২১ তলা ভবনটি একটি ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়ে ছিল। বেথলেহেম স্টিল সংস্থার এই ভবনটির নাম মার্টিন টাওয়ার। কিন্তু সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় গত ১২ বছর ধরে মার্টিন টাওয়ার বন্ধ হয়ে পড়ে ছিল।

ভবনটির বর্তমান মালিক ৩৩২ ফুট উঁচু এই বিল্ডিংটিকে আর্থিকভাবে লাভজনক করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা বিশেষ সফল হয়নি। তাই শেষ পর্যন্ত মার্টিন টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্তই নিতে হলো।

মাত্র ১৬ সেকেন্ডে ১৬ হাজার টন ইস্পাত ধ্বংস করা হয়। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভবনটি ধ্বংস করতে ২১৯ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এমন নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে এত উঁচু বিল্ডিং ভেঙে পড়ার সময় কোনো দিকে হেলে না পড়ে। ধাপে ধাপে ধ্বংস হয়ে সোজাসুজি নেমে আসে ভবনটি। বিস্ফোরণ প্রক্রিয়া শুরু থেকে ভবনটি পুরোপুরি ধ্বংস হতে সময় নেয় মাত্র ১৬ সেকেন্ড।

ভবনটি ধ্বংসের সেই দৃশ্য দেখার জন্য বহু মানুষ জড়ো হয়েছিলেন। তারা ক্যামেরা বন্দিও করেন মার্টিন টাওয়ার ধ্বংসের এই দৃশ্য। ভেঙে পড়ার সময় গোটা এলাকা ধুলা ও ধোঁয়ায় ঢেকে যায় কিছুক্ষণের জন্য।

 

টাইমস/এসআই

Share this news on: