নিখোঁজের ৪ মাস পর ঘরে ফিরলেন ছাত্রলীগ নেতা

গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন নাটোর জেলার সাবেক ছাত্রলীগ নেতা জামিল হোসেন মিলন। কিন্তু তার পর পরই নিখোঁজ হন জামিল। নিখোঁজ হওয়ার চার মাস পর অবশেষে নিজের ঘরে ফিরে এসেছেন তিনি।

নাটোর শহরের চকআমহাটি এলাকায় নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফিরে আসেন মিলন।

সাবেক ছাত্রলীগ জামিল হোসেন মিলন জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা দুই হাজার টাকা সঙ্গে দিয়ে তাকে ঢাকার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে একটি বাসে তুলে দেয়। পরে সেখান থেকে ভোরের দিকে বাড়িতে এসে পৌঁছান তিনি।

কারা তাকে অপহরণ করেছিল, কেন করেছিল- এই বিষয়ে কিছু জানাতে পারেননি মিলন।

৩১ জানুয়ারি রাতে একদল লোক আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যান মিলনকে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিগত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। মনোনয়ন ঘোষণার আগেই নিখোঁজ হন তিনি।

মিলন বাড়িতে ফেরার খবর পেয়ে সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন।

 

টাইমস/এসআই

Share this news on: