কুমিল্লায় ১৭ মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর তীরে পালপাড়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য কেনাবেচার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া এসব তথ্য দিয়েছেন।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। বাড়ি কুমিল্লা শহরতলির শাসনগাছা এলাকায়। তিনি ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

পুলিশের দাবি, জাকির একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১ হাজার ২০০টি ইয়াবা ও একটি দেশে তৈরি পিস্তল (এলজি) উদ্ধার করে।

 

টাইমস/এসআই

Share this news on: