মুরগির মাংসের মেয়াদ নেই, কেএফসিকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর বেইলী রোডের কেএফসি রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখার কারণে তাদের এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপির নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কেএফসিতে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন পেলেও, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পাওয়া যায়। এ কারণে কেএফসিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের সতর্কও করে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি বলেন, 'আমরা মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস পেয়েছি। মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি আমলযোগ্য অপরাধ। তাই এই অপরাধটিকে আমরা আমলে নিয়ে কেএফসি বেইলী রোড শাখাকে ৪ লাখ টাকা জরিমানা করেছি।'

সকালে শান্তিনগরে আদালতে নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানকার কোনো দোকানে এসব পণ্যের একটিও পাওয়া যায়নি।

 

টাইমস/এসআই

Share this news on: