১ টাকায় ঈদের নতুন জামা

রাস্তার পাশে লোহার রেলিং-এ টাঙানো একটি ব্যানার। তাতে লেখা ‘সিডিপি স্বপ্নের দোকান’। ব্যানারের ঠিক সামনেই পলিথিন বিছিয়ে বসে আছেন চারজন। আরেকজন দাঁড়িয়ে একটি ছেলের সঙ্গে পোশাকের সাইজ মিলিয়ে দেখছেন।  তাদের সামনের অনেকগুলো নতুন পোশাকের প্যাকেট।

তারা এগুলো বিক্রি করছেন। আর এই পোশাকগুলো কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন শিশু-কিশোর।

নতুন জামাগুলো তাদের কাছে বিক্রি করা হচ্ছে- ১ টাকা, ৫ টাকা আর কোনোটা ১০ টাকা দামে। ভাবছেন এত কম টাকায় নতুন পোশাক পাওয়া সম্ভব?

হ্যাঁ, সম্ভব। যদি সেটা হয় কাউকে খুশি করতে কিংবা উৎসবের আনন্দ ভাগ করে নেয়ার জন্য। পথশিশুদের ঈদের আনন্দে ভাগিদার হতে এমন একটি উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলোজির কয়েকজন শিক্ষার্থী।

শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের ওই দোকানের নাম ‘স্বপ্নের দোকান’। ২০-২৫ হাজার টাকার কাপড় মাত্র ৫৯০ টাকায় বিক্রি করেছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে তাদের এই মহান উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ