এরশাদের চেয়ে রওশনের সম্পদ ঢের বেশি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নগদ টাকা ২৮ লাখ আর তার স্ত্রী রওশন এরশাদের ২৬ কোটি টাকারও বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে দেয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বর্তমানের সংসদ সদস্য। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তার ব্যবসা-বাণিজ্যও রয়েছে।

অপরদিকে তার স্ত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, সংসদে বিরোধী দলীয় নেতা তিনি।

তবে নগদ অর্থের পাশাপাশি স্থাবর সম্পত্তিতেও সাবেক সেনাপ্রধানের চেয়ে অনেক এগিয়ে রওশন এরশাদ।

হলফনামায় এরশাদের বার্ষিক আয় দেখানো হয়েছে এক কোটি সাত লাখ টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সংসদ সদস্য, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানি ও ব্যবসা থেকে তার এই অর্থের উৎস উল্লেখ করা হয়েছে।

দশম সংসদ নির্বাচনে এরশাদ যে হলফনামা দিয়েছিলেন সেখানে তার উল্লেখ করা নগদ অর্থের পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছিল। তবে এবার সেখানে তিনি উল্লেখ করেছেন মাত্র ২৮ লাখ ৫৩ হাজার ৯৯৮ টাকা।

একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নবম সংসদ থেকে হলফনামায় ৮টি ব্যক্তিগত তথ্য (শিক্ষাগত যোগ্যতা, বর্তমান মামলা, অতীতের মামলার রেকর্ড, পেশা, আয়ের উৎস, সম্পদ বিবরণী, প্রতিশ্রুতি ও ঋণ) দিতে হয়।

৯ ডিসেম্বরের পর নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামার তথ্য ভোটারদের কাছে প্রচার করবে।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে তিন হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় রয়েছে।

Share this news on: