চট্টগ্রামে নতুন করে জিপিএ-৫ পেল ৪২ জন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী।

শনিবার বোর্ডের এসএসসি’র পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয় বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।

মোহাম্মদ মাহবুব হাসান বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য এবার ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে ফল প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, প্রকাশিত ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। ফল পরিবর্তন হয়েছে ৪৯২ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮০ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে ফেল করলেও ফেলের বিষয় কমেছে ১৪ জন পরীক্ষার্থীর।

গত ৬ মে ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে ৭৮ দশমিক ১১ শতাংশ পাশ করেছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৯৩জন।

২০১৮ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণে ৫২৯ জনের ফল পরিবর্তন হয়েছিল।

 

টাইমস/এইচইউ

Share this news on: