নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত

নারায়ণগঞ্জের শহীদনগরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসান নামে একজন নিহত হয়েছেন। নিহত হাসান (৩৮) দেওভোগ এলাকার মৃত ইয়াসিন ভুইয়ার ছেলে।

রোববার ভোর ৪টার দিকে নগরীর শহীদনগরের জিয়ারা আলামিন নগর এলাকার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে রোববার ভোরে নগরীর শহীদনগরের জিয়ারা আলামিন নগর এলাকার একটি বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরা ভেতরে প্রবেশ করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে। দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

র‌্যাব আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাবের দাবি, হাসান একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, মারামারি-সন্ত্রাসী কার্যক্রমসহ ২০টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি পলাতক ছিলেন।

Share this news on: