বাবা বকুনি দেয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

পঞ্চম শ্রেণির ছাত্র সেবাজ হোসেন(১১)। তার বাবা গোলাম মোস্তফা রাজধানী রামপুরায় বনশ্রী আবাসিক এলাকার একটি ভবনের কেয়ারটেকার।

বাবা বকুনি দেয়ায় শুক্রবার বাথরুমে থাকা স্ট্যান্ডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সেবাজ।

সমবয়সী কয়েকজনের সঙ্গে বাসার কাছেই  খেলছিল  সেবাজ। খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সেবাজের বিরুদ্ধে তার বাবার কাছে অভিযোগ দেয় তার খেলার সাথীরা। অভিযোগ পেয়ে বাবা গোলাম মোস্তফা ছেলে সেবাজকে চড় মারেন এবং খেলতে নিষেধ করে দেন।

বাবার ধমক খেয়ে সেবাজ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায়। কিছুক্ষণ পরে বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে জানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল খান পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানান।

বনশ্রীর ই ব্লকের ৮ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ির কেয়ারটেকার মোস্তফা। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

সেবাজদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা দক্ষিণ আলোনিয়া গ্রামে।

 

 

টাইমস/এসআই

Share this news on: