স্বাভাবিক ভাবেই একসঙ্গে ৫ সন্তানের জন্ম চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন নাহিদা আক্তার রিক্তা (২৫) নামের এক নারী। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি। ওই দিনই ৫ সন্তানের জন্ম হয়।

নাহিদা আক্তার রিক্তা ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুবাই প্রবাসী আশরাফুল আলম হৃদয়ের সহধর্মিণী।

জানা যায়, ওই ৫ সন্তান স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে। এদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন কন্যা সন্তান। তবে এদের মধ্যে তিন সন্তানের শারীরিক অবস্থা তেমন ভালো নয়।

এদিকে ৫ সন্তানের জন্মের খবর পেয়েই বিদেশ থেকে ফিরে আসেন বাবা আশরাফুল।

তাদের সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা আশরাফুল।

এফপি/টিএ

Share this news on: